

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় মঙ্গলবার প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে ‘‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ¦াসে’’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শরীফ উল্যাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সীগঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন তরুণদের প্রথমে নিজেকে প্রস্তুত করে দেশ পরিচালনার কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভোর ৫ টায় ঘুম থেকে উঠতে এবং ফেসবুক ব্যবহার না করতে পরামর্শ দেন। শিক্ষার্থীদের ভুল পথে না যাওয়ার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনে এদেশের তরুণ সমাজ সর্বদা অগ্রগামী ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীদের নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলন যার অতুলনীয় উদাহরণ। এদেশের তারুণ্য, চরম স্বেচ্ছাচারী ও অগণতান্ত্রিক শক্তিকে কীভাবে পরাভূত ও পারাজিত করতে হয়, তার উদাহরণ সৃষ্টি করেছে। পরিশেষে এ বিজয়কে ধরে রাখার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার, রহিমা আক্তার।
অনুষ্ঠানে কলেজের প্রভাষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দসহ প্রায় দুইশাতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।