

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবিবাজার, মিরকাদিম বাজার ও বিনোদপুর বাজারে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বুধবার (০৫ মার্চ ২০২৫) দুপুর ০৩ টায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয় করায় মোট ০৬ টি মামলায় ১,০৪,০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।