

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শনিবার ভোরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও একজন আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আব্দুস শফিউল আলম-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। ভোর ৫টা ৩০ মিনিটে মুক্তারপুরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে মোঃ সাহাবুদ্দিন পেদা (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটকের পর তার দেহ তল্লাশিতে তার দেখানো মতে একটি নীল রঙের মাহিন্দ্র পিকআপ ভ্যান (রেজি. নং- ঢাকা মেট্রো-ন-19-9857) থেকে কালো স্কচটেপে মোড়ানো মোট ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ ৬০ হাজার টাকা।
এসময় ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে মাদকদ্রব্য ও যানবাহন জব্দতালিকা অনুযায়ী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
গ্রেফতারকৃত সাহাবুদ্দিন পেদা বরগুনা জেলার আমতলী থানার চাউলো বাজার এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।