|

জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সীগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জর্জিয়া (যুক্তরাষ্ট্র) বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাহিদুল খান সাহেলের অর্থায়নে এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সুমার ঢালিকান্দি এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আহ্বায়ক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মুন্সীগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী। এ ছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রুবেল, সাধারণ সম্পাদক তুহিন সরকার, ইলিয়াস ঢালী, বকুল মোল্লা, কবির ঢালী ও আজহার শেখ।

এ সময় এলাকার প্রায় শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী বলেন, প্রায় পাঁচ বছর ধরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের মাধ্যমে নিয়মিতভাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে দুস্থ মানুষের মাঝে গরু-ছাগল বিতরণ, নলকূপ স্থাপন এবং ঘর নির্মাণের জন্য টিন সরবরাহ।

তিনি আরও বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *